Tuesday, January 25, 2022

আকর্ষণের সূত্র : কৃতজ্ঞতা স্বীকার।


 কৃতজ্ঞতা প্রকাশ একটি বহুমূল্য গুন।

অনেকে চাইলেও মানুষের ভালো কাজের মূল্যায়ন করেনা। তারা ব্যস্ত থাকে সমালোচনায়। খারাপের দিকে চোখ থাকতে থাকতে, ভালো কি কি হয়েছে তা দেখা চোখের থেকে এড়িয়ে যায়। আকর্ষণের সূত্র বরাবরই এই নীতি মেনে চলে। যে যা চায় সে তাকে তাই দেয়। কেউ সমালোচনা করে দিন নষ্ট করতে চাইলে তাকে দেয়া পর্যাপ্ত সমালোচনা করার বিষয়। আর কেউ যদি মানুষের ভালো কাজের প্রতি কৃতজ্ঞ হয়, এবং তাদের কাজের কৃতজ্ঞতা প্রকাশ করে।  বিনিময়ে তারা পায় ভালোবাসা।
কারণ এর আগে আমরা জেনেছি, ব্রহ্মাণ্ড যদি একটি বৃহৎ মস্তিস্ক হয়। এবং তার যদি ভাষা জ্ঞান না থাকে? তবে এর কাজ করার ভাষা কি ? সেই ভাষার নাম 'অনুভূতি'…
 ব্রহ্মাণ্ড কাজ করে অনুভূতিতে, অনুভূতি দুই প্রকারের হয় ভালো হতো বা মন্দ। কম ভালো কি বেশি ভালো, বেশি খারাপ কি কম খারাপ। যেমন চিন্তার সমীকরণ তেমনি তাদের ফলপ্রাপ্তি।

বিখ্যাত মানুষদের ঠোঁটে এই জন্য সবসময় থ্যাংক ইউ শব্দটি লেগেই থাকে। তাদের এই স্বভাব তাদেরকে আরো মহান করে তোলে।


 যে ছোট থেকে ছোট ব্যাপারে, পৃথিবীর ছোট থেকে ছোট জিনিসের প্রতি কৃতজ্ঞ পারে। তাকে ব্রহ্মান্ড্য আরো অনেক কিছু ফিরিয়ে দেয়,  আরো বেশি করে কৃতজ্ঞ হওয়ার জন্য । জীবত কি জড় যে কোন বস্তুর প্রতি কৃতজ্ঞতা স্বীকার, ব্রহ্মান্ডে কাছে একটি সুস্পষ্ট মেসেজ পৌঁছায়। হ্যা আমি কৃতজ্ঞ  আমার জীবনে ঘটে যাওয়া ভালো ঘটনা গুলির প্রতি। তাই ছোট থেকে ছোট ভালো জিনিসের প্রতি তক্ষনাত কৃতজ্ঞতা স্বীকার 'ল অফ অ্যাট্রাকশনে'র অন্যতম একটি প্রাকটিস।

আপনি একটি তালিকা তৈরী করুন
 ছোট থেকে ছোট জিনিসের। যাদের প্রতি আপনি কৃতজ্ঞ  প্রত্যেকদিন। বা যাদের প্রতি আপনি কৃতজ্ঞ ছিলেন এর আগে। 
বর্তমান কাল ব্যবহার করে সেগুলো কে লিখতে থাকুন।
 নিয়ম করে এই কাজটি আপনি এক মাস করে দেখুন, আপনি অচিরেই আবিষ্কার করবেন আপনার ভালো লাগার কত কি কারন আছে।
 এই নেই,  কি ওই নেই, এই নিয়ে ভাবতে ভাবতে আপনি ভুলে যান নি তো আপনার কাছে কি কি আছে? 

No comments:

Post a Comment

আপনার বর্তমান পরিচিতি, আপনার অতীতের চিন্তার ফল

 মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ মস্তিষ্ক। মস্তিষ্ক এমন এক আশ্চর্য শক্তি যা সর্বদা আপনার সাথে থাকে। সত্যজিৎ রায়ের সৃষ্ট বিখ্যাত গোয়েন্দা ফেলু...