বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় গুলির মধ্যে একটি ল অফ অ্যাট্রাকশন। অর্থাৎ আকর্ষণের সূত্র।
অনেকেই এই বিষয় সম্পকে মন্তব্য ও ভিডিও বানিয়ে থাকে। আর মানুষও নিজেদের উইশ পুরোনের আশায় সেই ভিডিও গুলি দেখে। ও সেগুলি অনুযায়ী কার্য করে। তবে বেশিরভাগ ভিডিও গুলি ভ্রান্তিপূর্ণ ও ভুলে ভরা। যার ফলে মানুষ উপকৃত হওয়ার জায়গায় ক্ষতিগ্রস্ত বেশী হয়।
সেই ক্ষত্রে আমাদের সংকেত পাঠানো উচিত, এবং সংকেত পাঠানোর সময় অনুভব করা উচিত খুশি অথবা আনন্দ। সেটাও বর্তমানকালের অনুভূতি। কারণ অতীত ও ভবিষ্যৎ এই দুই জিনিস এটি কোন অস্তিত্ব নেই। উভয়েই ইলিউশন। অতীত যার কথা ভেবে আপনি বর্তমানে দুঃখ অনুভব করছেন। ভবিষ্যৎ চিন্তায় আপনি বর্তমানে আতঙ্কিত হচ্ছেন। উভয়েই আপনার বর্তমান কালকে ধ্বংস করছে। অর্থাৎ এই মুহূর্তে আপনার যা সাধন আছে তা হচ্ছে নষ্ট। উইশ করার সময় সবসময় বর্তমানকালের কথা মাথায় রাখতে হয়। ধ্বংস হচ্ছে আপনার সময়।
সুখে থাকার উইশ হচ্ছে “আমি আনন্দে আছি, আনন্দ অনুভব করছি।” এটি একটি মজার নাটকীয় খেলা। আমি যত সুখের অভিনয় করে সুখে থাকার সংকেত মহাবিশ্বকে দেবেন, হত আগ্রহী ভাবে মহাবিশ্ব আপনার জন্য সুখের কারণ তৈরি করার প্রচেষ্টা করবে। হ্যা একটি অভিনয়ের খেলা, যা মহান লেখক শেক্সপিয়ার নিজের উক্তির মাধ্যমে ও রেখে গেছেন। ‘পৃথিবী একটি রঙ্গমঞ্চ।’ যারা এই সংকেতের পাঠোদ্ধার করেছেন তারা হয়েছেন অসাধারণ। পরিণত হয়েছেন নায়কে। পিছিয়ে রয়েছে যারা তারা তাদের পৃথিবীর পার্শ্বচরিত্র।
No comments:
Post a Comment