Sunday, January 23, 2022

আকর্ষণের সূত্র Chapter 1/1

বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় গুলির মধ্যে একটি ল অফ অ্যাট্রাকশন। অর্থাৎ আকর্ষণের সূত্র।

অনেকেই এই বিষয় সম্পকে মন্তব্য ও ভিডিও বানিয়ে থাকে। আর মানুষও নিজেদের উইশ পুরোনের আশায় সেই ভিডিও গুলি দেখে। ও সেগুলি অনুযায়ী কার্য করে। তবে বেশিরভাগ ভিডিও গুলি ভ্রান্তিপূর্ণ ও ভুলে ভরা। যার ফলে মানুষ উপকৃত হওয়ার জায়গায় ক্ষতিগ্রস্ত বেশী হয়।




ইউটিউব দেখে অনেক মানুষ ল অফ অ্যাট্রেকশন এর মাধ্যমে বিভিন্ন জিনিসকে  পেতে চায়। সুখের করে তুলতে চায় তাদের জীবন। তারা ক্রমাগত মনকে এফর্মেশন পাঠায় “আমি দুঃখে থাকতে চাই না।” যা একটি ভয়ঙ্কর ভুল। এতে ধ্বংস হতে পারে আপনার সমগ্র জীবন। ধরুন এই ব্রহ্মাণ্ড একটি বৃহত্তর ব্রেইন। যার ভাষা জ্ঞান নেই কিন্তু অনুভূতি জ্ঞান আছে। তাই আপনি যখন তার কাছে দুঃখ শব্দটি উচ্চারণ করবেন। বুঝতে পারবে না আপনি দুঃখে থাকতে চান কি চান না। সে শুধু দুঃখ শব্দটা যে ফিলিংস বহন করে তাকে অনুভব করবে। এবং আপনার পরিস্থিতি দুঃখেরই তৈরি করার উপক্রম করে। 

সেই ক্ষত্রে আমাদের সংকেত পাঠানো উচিত, এবং সংকেত পাঠানোর সময় অনুভব করা উচিত খুশি অথবা আনন্দ। সেটাও বর্তমানকালের অনুভূতি। কারণ অতীত ও ভবিষ্যৎ এই দুই জিনিস এটি কোন অস্তিত্ব নেই। উভয়েই ইলিউশন। অতীত যার কথা ভেবে আপনি বর্তমানে দুঃখ অনুভব করছেন। ভবিষ্যৎ চিন্তায় আপনি বর্তমানে আতঙ্কিত হচ্ছেন। উভয়েই আপনার বর্তমান কালকে ধ্বংস করছে। অর্থাৎ এই মুহূর্তে আপনার যা সাধন আছে তা হচ্ছে নষ্ট। উইশ করার সময় সবসময় বর্তমানকালের কথা মাথায় রাখতে হয়। ধ্বংস হচ্ছে আপনার সময়।

সুখে থাকার উইশ হচ্ছে “আমি আনন্দে আছি, আনন্দ অনুভব করছি।” এটি একটি মজার নাটকীয় খেলা। আমি যত সুখের অভিনয় করে সুখে থাকার সংকেত মহাবিশ্বকে দেবেন, হত আগ্রহী ভাবে মহাবিশ্ব আপনার জন্য সুখের কারণ তৈরি করার প্রচেষ্টা করবে। হ্যা একটি অভিনয়ের খেলা, যা মহান লেখক শেক্সপিয়ার নিজের উক্তির মাধ্যমে ও রেখে গেছেন। ‘পৃথিবী একটি রঙ্গমঞ্চ।’ যারা এই সংকেতের পাঠোদ্ধার করেছেন তারা হয়েছেন অসাধারণ। পরিণত হয়েছেন নায়কে। পিছিয়ে রয়েছে যারা তারা তাদের পৃথিবীর পার্শ্বচরিত্র।




বর্তমান পরিস্থিতি যতই জটিল বা খারাপ হোক না কেন। সেই পরিস্থিতি আপনারই সৃষ্টি। আপনার সক্রিয় মনের মনের কার্যকলাপ যে অভ্যাস তৈরি করেছে, অস্থায়ীভাবে জমা হয়ে রয়েছে অবচেতন মনে। এবং সেই অবচেতন মনের পাঠানোর তীব্র বার্তাই আপনার জন্য মায়ার দুর্বিষহ জাল বুনে রেখেছে। আপনার কোন পরিস্থিতি আপনি তৈরি করে বসে আছেন। এবং পরিস্থিতি আপনি বদলাতে পারেন। শুধু আপনার খেলার ধরন বদলে। খেলাটা দুঃখের ছিলো, দুঃখে থাকার ছিলো। এখন থেকে খেলাটা শুরু হবে সুখে থাকার অভিনয় করে। যত নিপাট আপনি সুখে থাকার অভিনয় করবেন। মহাবিশ্ব ততই আপনার জন্য সুখের পরিস্থিতি তৈরি করে দেওয়ার চেষ্টা করবে। “ খেলাটা আবার একবার নতুন করে শুরু করি একসাথে।”


No comments:

Post a Comment

আপনার বর্তমান পরিচিতি, আপনার অতীতের চিন্তার ফল

 মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ মস্তিষ্ক। মস্তিষ্ক এমন এক আশ্চর্য শক্তি যা সর্বদা আপনার সাথে থাকে। সত্যজিৎ রায়ের সৃষ্ট বিখ্যাত গোয়েন্দা ফেলু...