সহজ জাদু এবং অর্থ আপনার হাতের মুঠোয়।
উপরের কথাটি অযৌক্তিক ও অবাস্তব হলেও সম্পূর্ণরূপে সত্যি। কারণ অর্থ বা টাকা-পয়সাকে তালু বন্ধী করতে জাদুর প্রয়োজন। এবং সেই জাদুর নিয়ম কানুন আপনাদের জানাও প্রয়োজন।
ধরুন পরিচিত বাচেনা একজনের হঠাৎ করে অর্থসম্পত্তি প্রাপ্তি ঘটলো?
আপনি কেমন অনুভব করেন সেই সময়? তার উন্নতির জন্য আনন্দ। না মনে-মনে তার জন্য ঈর্ষান্বিত। যদি ঈর্ষান্বিত হন তাহলে কিন্তু মহাবিপদ। কারণ অর্থও আপনার থেকে দূরে পালাবে।
এর আগে আমরা আলোচনা করেছিলাম আমি ও আমরা একসূত্রে বাধা। তাহলে আমাদের কারো অর্থ লাভ হলে, 'আমি কেন বিষন্ন হব?'
মনে বিষন্নতার সৃষ্টি বিষন্ন পরিবেশে জন্ম দেয়। আমার তো তার জন্য আনন্দিত হওয়া উচিত। নয় কি ?
কারণ এর আগে আমি বলেছি, মহাবিশ্ব একটি বৃহত্তর ব্রেনের মত। যার ভাষা জ্ঞান নেই কিন্তু অনুভূতি জ্ঞান আছে।
তাই সে অন্যের জন্য আপনার অর্থপ্রাপ্তি হওয়ার ঈর্ষান্বিত অবস্থাকে অনুভব করে নিতে পারে। ঈর্ষান্বিত অর্থের দুঃখের ফিলিংস জন্ম দেয়। তা পরোক্ষভাবে অর্থাভাবকে প্রকাশ করে আপনার সামনে।
তাই পরবর্তী সময়ে অন্য মানুষের অর্থপ্রাপ্তির কথা শুনলে উৎসাহিত ভাবে তার জন্য আনন্দ অনুভব করুন। অনুভব করুন আপনিও সমানভাবে অর্থ প্রাপ্ত হয়েছেন। সেই অর্থপ্রাপ্তির যে ফিলিংস তাকে অভিনয় মাধ্যমে জন্ম নিতে হবে আপনার মনে। আপনার বাহ্যিক মন তার অবিকল অভিনয় করবে। এবং অন্তর মনে জমা হবে সেই সুখের অনুভূতি। যা আপনার অর্থপ্রাপ্তির রাস্তা সুনিশ্চিত করবে।
অর্থ হাতে আসার আগেই, নিজেকে ধনী মনে করা, 'ল অফ অ্যাট্রাকশন' এর একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস।
আপনি মনে মনে কল্পনা করুন আপনার কত অর্থের প্রয়োজন? মহাবিশ্বের কাছে সেই অর্থের প্রয়োজন প্রকাশ করুন। তাকে জানান, যে আপনার এই মুহূর্তে এইরূপ অর্থের প্রয়োজন। সেটা এক টাকাও হতে পারে 100 কোটি টাকা হতে পারে। 1 এবং 100 কোটির মধ্যে মহাবিশ্বের কাছে কোন পার্থক্য নেই। সে শুধু আপনার ইচ্ছা কে অনুভব করতে পারে।
মনে মনে অনুভব করুন সেই টাকা আপনার প্রাপ্ত হয়েছে। সেই টাকা আপনার কাছেই আছে। আপনার আলমারিতে আপনার হাতের নাগালে। যতদূর আপনি আপনার স্বপ্নকে কল্পনা করতে পারছেন কল্পনা করুন।
বৃহত্তর কিছু পাওয়ার আগে আমি আশা করব আপনারা ছোট কিছু দিয়ে প্র্যাকটিস শুরু করবেন। কারণ ছোট কিছু এচিভ করতে পারলেই আপনার বৃহত্তর কিছু পাওয়ার প্রতি কনফিডেন্স জন্মাবে।
কল্পনায় আপনি আপনার দাবি রাখুন কল্পনায় আপনি তাকে প্রাপ্ত করুন ও কল্পনায় মহাবিশ্বের প্রতি কৃতজ্ঞ হন।
কিভাবে এই অর্থ প্রাপ্ত হবে কি তার কি প্রক্রিয়া হবে! এটা ভাবা আপনার কাজ নয়। আপনার কাজ শুধু চাওয়া। সেই চাওয়া বাস্তবায়িত হয়েছে তার কল্পনা করা।
No comments:
Post a Comment