Monday, January 24, 2022

"আকর্ষণের সূত্র” চ্যাপ্টার 1/2










আমরা মানুষেরা কবে থেকে এই গ্রহে আছি, এর হয়তো সঠিক তথ্য আমাদের কাছে নেই! কিন্তু বাস্তবিক কথা হচ্ছে আমরা এই গ্রহে আছি। যা এই ব্রহ্মাণ্ডের  অন্তর্গত। এই গ্রহতে সুখী হওয়ার কি দুঃখী হওয়ার উপায় উপাদান সমূহ মজুদ আছে।

 চাইলেই আমরা সুখী হতে পারি। কি চাইলেই আমরা দুঃখী। সুখ অথবা দুঃখ অনুভব কি বাইরের পৃথিবীর আচরণের উপর নির্ভরশীল ? নাকি তা সম্পূর্ণ মনের তৈরি করা মায়াজাল বা ভ্রম। 


  এই মায়াজাল খুব প্রখর। আমাদের ভাবতে বাধ্য করে আমরা এই পৃথিবীর দ্বারা নিয়ন্ত্রিত। বর্তমান পৃথিবীর ধনকুবেররা প্রত্যক্ষ-পরোক্ষভাবে ভাবে সর্বস্তরে সমাজের বৃহৎ শ্রেণীকে নিয়ন্ত্রণ করে। সেই শ্রেণীকে আমরা সাধারণ মানুষ বলি। সাধারণমানুষদের নিয়ন্ত্রিত করে, তারা পরিণত হয় অসাধারণ মানুষে। অথচ এই ধনকুবেররা প্রত্যেকেই একদিন সাধারণ স্তরে ছিলেন। হঠাৎ করে তাদের সাথে কি ম্যাজিক ঘটলো ? যে তারা রাতারাতি অসাধারনে পরিণত হল।

 কিভাবে এক সাধারণ ঘরের বালক হয়ে উঠল পৃথিবীর সেরা সঙ্গীত শিল্পী! সামান্য পরিবারে জন্মগ্রহণ করে এক মানুষ হয়ে উঠল জননায়ক গান্ধী ? কি ছিলো সেই প্রক্রিয়া ? কি ছিল সেই ম্যাজিক ?

  হ্যা ম্যাজিক পৃথিবীতে ঘটে। কারণ এই পৃথিবী এক আশ্চর্যজনক স্থান। আপনি বেঁচে আছেন এটাই সবচেয়ে বড় আশ্চর্যকর বিষয়। জাদুকররা এই পৃথিবীতে জন্মায়। তারা নিজেরা অসাধারণ হয় এবং অসাধারণ করে তোলে তাদের সৃষ্টিকে।


  আমরা পরবর্তী পর্যায়ে সেই ম্যাজিক' নিয়ে আলোচনা করব।

1 comment:

আপনার বর্তমান পরিচিতি, আপনার অতীতের চিন্তার ফল

 মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ মস্তিষ্ক। মস্তিষ্ক এমন এক আশ্চর্য শক্তি যা সর্বদা আপনার সাথে থাকে। সত্যজিৎ রায়ের সৃষ্ট বিখ্যাত গোয়েন্দা ফেলু...