Monday, January 24, 2022

"আকর্ষণের সূত্র” চ্যাপ্টার 1/3 (i)







 

 জীবনে জটিল পরিস্থিতিতে দাঁড়িয়ে একমাত্র এমন প্রশ্ন আসে। আমি কে ? আমার সাথেই সবকিছু ওলট-পালট কেন হচ্ছে ? আমার ক্ষেত্রে ঠিক এমনই হয়েছিল।
বাকিদের ক্ষেত্র এর থেকে ব্যতিক্রম কিছু হয়না। কারণ আমি কে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমি সবার প্রথমে আবিষ্কার করেছি আমি 'আমরা' ছাড়া কেউ নই।

হ্যা ঠিক পড়ছেন আমি ও আমরা সমান্তরালভাবে একসূত্রে গাঁথা। ঠিক যেমন আমরা ছাড়া 'আমির ' কোনো গুরুত্ব নেই। তেমনই 'আমি' ছাড়া আমাদের কোনো গুরুত্ব নেই।

 তাই যে মানুষ আমাদের গুরুত্ব দিতে জানে। সে অজান্তেই নিজেকে ও গুরুত্ব দেওয়া শুরু করে।
আমি কি শুধুমাত্র আমার শরীর। নাকি শরীরে বাহিরেও আমার কোন অস্তিত্ব আছে। সেই অস্তিত্ব কি এতই বৃহৎ যাকে বেঁধে রাখার জন্য এই শরীরের প্রয়োজন।
 যদি আমিও আমার শরীর দুটো পৃথক জিনিস হয়। আমি একটি সত্তা। এই শরীর আমার যন্ত্র। যার মাধ্যমে আমি সঠিক ভাবে নিজের সত্তাকে নিয়ন্ত্রণ করা শিখব।
 নিয়ন্ত্রণ করা অর্থাৎ সুখে-শান্তিতে এবং অন্যজনের জন্য শান্তির পরিবেশ তৈরি করে জীবন কাটানো।

 অধিকাংশ ক্ষেত্রে এর উল্টোটাও হয়।  যেমন নিজে অশান্তিতে থাকা ও অন্যজনের জন্য অশান্তির পরিবেশ তৈরি করে জীবন কাটানো। দীর্ঘস্থায়ী অশান্তিতে মানুষ যখন সম্পূর্ণ ভেঙে পরে তখন সে সুখের পথ খুঁজতে চায়।
 সেই পথের প্রথম প্রশ্ন হচ্ছে আমি কে? আমার কি প্রয়োজন এই পৃথিবীতে? আমি কি উদ্দেশ্যহীনভাবে পৃথিবীতে আছি।


 ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ  বলছেন, “আমরা শুধু শরীর নই। আমরা আত্মা। যা শরীর কে ধারণ করে রাখি। শরীর জন্ম মৃত্যু জরা বার্ধক্য এই চারটি অনিবার্য ত্রুটির দ্বারা রচিত। তবে আত্মা এসব কিছুর উর্ধে। না এর জন্ম হয়, না এর মৃত্যু হয়। আত্মা শাশ্বত। একে না জলে ভেজানো যায়। না বায়ুতে শুকানো যায়। না অগ্নিতে পোড়ানো যায়। না অস্ত্রের দ্বারা কাটা যায়।”


এর থেকে আমরা পরিষ্কার ধারণা পাই। আমরা কেবলমাত্র শরীর নই। তার থেকে অনেক বৃহৎ কিছু। এতই বৃহৎ তাকে সীমাবদ্ধ করে সঠিক জ্ঞান দেওয়ার জন্যই শরীরে সৃষ্টি।
জীবনে জটিল পরিস্থিতিতে দাঁড়িয়ে একমাত্র এমন প্রশ্ন আসে। আমি কে ? আমার সাথেই সবকিছু ওলট-পালট কেন হচ্ছে ? আমার ক্ষেত্রে ঠিক এমনই হয়েছিল।
বাকিদের ক্ষেত্র এর থেকে ব্যতিক্রম কিছু হয়না। কারণ আমি কে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমি সবার প্রথমে আবিষ্কার করেছি আমি "আমরা ছাড়া কেউ নই।"


সঠিক জ্ঞানের বিকাশ হয় জটিল পরিস্থিতিতে। কেউ সহজ পরিস্থিতি থেকে এই সংসারের অন্যতম সেরা মানুষের পরিণত হয়নি। এমনকি ভগবান বুদ্ধও নন।


তাই যদি জীবনে এই মুহূর্তে আপনি জটিল পরিস্থিতিতে আছেন, তাহলে সেই জটিল পরিস্থিতির কাছে কৃতজ্ঞ হন। কারণ এই দুর্বিষহ পরিস্থিতি আপনিকে তা জানার সুযোগ তৈরি করে দিচ্ছে। এবং তাকে বদলানোর জন্য আপনি নতুন কিছু শিখছেন। আপনি জানতে চলেছেন ম্যাজিকের কথা। সেই জাদু যা আপনার বর্তমান জটিল অবস্থাকে সুখের সরল অবস্থায় পরিণত করবে।

No comments:

Post a Comment

আপনার বর্তমান পরিচিতি, আপনার অতীতের চিন্তার ফল

 মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ মস্তিষ্ক। মস্তিষ্ক এমন এক আশ্চর্য শক্তি যা সর্বদা আপনার সাথে থাকে। সত্যজিৎ রায়ের সৃষ্ট বিখ্যাত গোয়েন্দা ফেলু...